অখিল সাহা, টরন্টো : কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর যুগ্ম-আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে এক বিবৃতিতে সাংবাদিক দমন-পীড়ন বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ বাতিল করার জোর দাবী জানিয়েছে। পিডিআই মনে করে, সরকারের বিরুদ্ধ মত দমনের জন্য উক্ত আইনের যথেচ্ছা ব্যবহার ঘটছে। সম্প্রতি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ও সাংবাদিক শামসুজ্জামান শামস এর বিরুদ্ধে মামলা ও গ্রেফতার, এবং র‌্যাব হেফাজতে নওগাঁ ভ‚মি অফিসের কর্মী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা এই আইনকে কাঠগড়ায় তুলেছে।

দেশের মানুষের সংবিধান স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য পিডিআই কানাডা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সহ অন্যান্য নিবর্তনমূলক আইন বাতিল করা এবং গ্রেফতারকৃত সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবী করছে।