Home কানাডা খবর সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের স্মরণে টরন্টো ফিল্ম ফোরাম-এর স্মরণ সভা

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের স্মরণে টরন্টো ফিল্ম ফোরাম-এর স্মরণ সভা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনয় শিল্পী আলী যাকের-এর স্মরণে গত ৪ ডিসেম্বর শুক্রবার রাতে টরন্টো ফিল্ম ফোরাম জুম-এর মাধ্যমে এক স্মরণ সভার আয়োজন করে। এ সভায় টরন্টো ফিল্ম ফোরাম-এর সদ্যস্যরা ছাড়াও আলী যাকেরের সাথে কাজ করেছেন এবং তাঁর সাহচর্য পেয়েছেন এমন কয়েকজন বাংলাদেশ এবং আমেরিকা থেকে অংশ নেন।

উল্লেখ্য, আলী যাকের গত ২৭ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৭৬ বছর বয়সে মারা যান। প্রায় চার বছর তিনি ক্যান্সারের সাথে লড়াই করলেও মৃত্যুর কয়েক দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন।

আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর পিতার কর্মস্থল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে। ঢাকার সেন্ট গ্রেগরীজ হাই স্কুল, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশুনা করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেন এবং বাংলাদেশের ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনি একজন অন্যতম ট্রাস্টি ছিলেন।
আলী যাকের নাগরিক নাট্য স¤প্রদায়-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বেশ কয়েকটি নাটক পরিচালনা করেন এবং নিজে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক হচ্ছে, ম্যাকবেথ, টেমপেস্ট, দেওয়ান গাজীর কিসসা, নূরল দীনের সারাজীবন এবং গ্যালিলিও।

আলী যাকের প্রায় ৩০০ টেলিভিশন নাটকে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হচ্ছে, ঘোড় সওয়ারের স্বপ্ন, পাথর দেয়াল, বাকি ইতিহাস, আজ রবিবার এবং বহুব্রীহি।

তাঁর অভিনীত চলচ্চিত্র হচ্ছে, আগামী, নদীর নাম মধুমতী, বৃষ্টি এবং রাবেয়া।
আলী যাকের তাঁর অভিনয়ের জন্য ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরষ্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক পান। তিনি এশিয়াটিক ৩৬০ গ্রæপ নামে একটি বিজ্ঞাপন সংস্থার চেয়ারম্যান ছিলেন।
টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত জুম স্মরণ সভায় আলোচকরা আলী যাকের জীবন, কর্ম এবং তাঁর সাথে তাঁদের স্মৃতি নিয়ে আলোচনা করেন। টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে এবং কার্যকরী কমিটির সদস্য সোলাইমান তালুত রবিনের সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেন বাংলাদেশ থেকে প্রখ্যাত আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমেরিকা থেকে নাগরিক নাট্যদলের অভিনয় শিল্পী জাফর রহমান, টরন্টো থেকে নাগরিক নাট্যদলের অভিনয় শিল্পী মাহমুদুল ইসলাম সেলিম এবং মঞ্চ অভিনয় শিল্পী ও রেডিও – টিভি মেট্রো মেইল-এর প্রধান ইমামুল হক কি¯øু। টরন্টো ফিল্ম ফোরাম-এর পক্ষ থেকে আলোচনা করেন আহমেদ হোসেন, দেলওয়ার এলাহী, জগলুল আজিম রানা, মনিস রফিক, সাহিদুল আলম টুকু, ফয়েজ নুর ময়না, রিয়াজ মাহমুদ জুয়েল, হিমাদ্রী রয় এবং আরিফ হোসেন বনি।

Exit mobile version