অনলাইন ডেস্ক : মাঠের চারিধারে ধবধবে সাদা তুষারের মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের স্বপ্নের মনুমেন্ট বা শহীদ মিনার। যেন মা তার দুই সন্তানদের আগলে দাঁড়িয়ে আছে, মাথার উপর কখনো মৃদু, কখনো ভারী তুষারপাত, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। এরই মাঝে উৎসুক বাংলা ভাষীসহ অনেকেই এই স্নোর পেরিয়ে মনুমেন্টের ছবি পোস্ট করে নিজেদের আনন্দ ভাগাভাগি করছেন। এ যেন বহু দিনের আকাক্সিক্ষত সেই স্বপ্ন আজি সত্যি সত্যি বাস্তব হতে চলেছে।

বাংলা কাগজের সাথে আলাপকালে “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ জানিয়েছেন, ক্রিস্টমাস এবং বছর শেষের এই সময় লম্বা ছুটি থাকার কারণে মনুমেন্টের শেষ ধাপের কাজ একটু থেমে আছে।

জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে শহীদ মিনারের পাথর বসানো কাজের প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা যাবে।