Home কানাডা খবর সান উইং এয়ার লাইন্সের বিরুদ্ধে মামলার হুমকি ‘পার্টি ফ্লাইট’ সংগঠকের

সান উইং এয়ার লাইন্সের বিরুদ্ধে মামলার হুমকি ‘পার্টি ফ্লাইট’ সংগঠকের

অনলাইন ডেস্ক : করোনা মহামারির মাঝামাঝি সময়ে কানাডা থেকে মেক্সিকো গামী সানউইং এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মধ্য আকাশে ‘পার্টি’ করার অপরাধে ১৫৪ জন কুইবেকারকে মেক্সিকোতে ‘পরিত্যাগ’ করে এয়ার লাইন্স কর্তৃপক্ষ। ওই ঘটনায় এখন সানউইং এয়ার লাইন্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ওই ‘পার্টি ফ্লাইটের’ সংগঠক জেমস উইলিয়াম আওয়াদ। ২০২১ সালের ৩০ ডিসেম্বর কানাডার মন্ট্রিল থেকে মেক্সিকোর কেনকুনে যাওয়ার পথে সানউইং এয়ার লাইন্সের চার্টার ফ্লাইটে মাঝ আকাশে ‘পার্টি’র আয়োজন করে আওয়াদের গ্রুপ। ওই গ্রুপে ১৫৪ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে টিভি ও চলচ্চিত্র ব্যাক্তিত্বসহ বেশ কিছু প্রভাবশালী লোক ছিলেন, যাদের পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। তবে অনলাইনে ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় যাত্রীরা মুখোষ বিহীন অবস্থায় মদপান করছে, সেলফি তুলছে। অনেকে আবার নাচছে ও গান গাইছে। মোট কথা তারা কেউ করোনা স্বাস্থ্য-বিধির তোয়াক্কা করছে না। অনেকে ঘনিষ্টভাবে একে অপরকে জড়িয়ে ধরছে।

এই ঘটনায় সানউইং কর্তৃপক্ষ চার্টার ফ্লাইটের শর্ত বাতিল করে যাত্রীদের ফিরতি ফ্লাইটে বহনে অস্বীকৃতি জানায়। তারা ১৫৪ জন কানাডিয়ানকে কানকুনে ‘পরিত্যক্ত’ করে। আওয়াদ অভিযোগ করেন, সানউইং এয়ার লাইন্স যাত্রীদের সুযোগ-সবিধা ও নিরাপত্তার বিষয়টি চিন্তা করেনি। ওই যাত্রীদের প্রবাসে থাকা-খাওয়ার খরচ আছে কি না, তারা কীভাবে দেশে ফিরবে এসব বিষয় না ভেবেই তাদেরকে ‘পরিত্যাগ’ করা হয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা বিঘিœত হওয়া ছাড়াও সম্মানের হানি হয়েছে। সানউইং কর্তৃপক্ষের কোন অধিকার ছিল না তাদেরকে (যাত্রীদের) কুইবেকে ফিরিয়ে না এনে মেক্সিকোতে আটকে রাখার। আওয়াদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গ্রæপের লোকগুলো পরে যুক্তরাষ্ট্র ও পানামা হয়ে দীর্ঘ পথ ঘুরে কানাডায় ফিরে আসে। আওয়াদ বলেন, আমরা এই হেনস্থার জন্য সানউইং এয়ার লাইন্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছি। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version