অনলাইন ডেস্ক : অন্টারিওর শ্রমবাজারে চাকরির শূন্যস্থান পূরণের জন্য শ্রমিকের তীব্র ঘাটতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ব্যস্ততম ছুটির মওসুমে, যখন খুচরা ব্যবসায়ীরা সময়টাকে কাজে লাগাতে উদ্যোগী হচ্ছেন। শ্রম বিশেষজ্ঞরা চলমান এ প্রবণতাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, ফেডারেল সরকারকে বিদেশ থেকে শ্রমিকদের আনার জন্য তার অভিবাসন প্রচেষ্টা আরও বাড়াতে হবে।
অন্টারিও চেম্বার অফ কমার্সের সভাপতি এবং সিইও রোকো রসি বলেছেন, সমস্ত শ্রম সেক্টরে সংস্থার ৬০ ভাগেরও বেশি সদস্য চাকরীর শূন্য পদ পূরণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, এ সমস্যা স্বাস্থ্যসেবা, নার্সিং, পর্যটন খাত, নির্মাণ সেক্টর, আর্থিক পরিষেবা খাত সহ অন্যান্য সমস্ত খাত পর্যন্ত বিস্তৃত, এটি কেবল একটি খাতেই সীমাবদ্ধ নয়।

রসি বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন অভিবাসন হ্রাসের সাথে সাথে অবসর নেওয়া লোকের ক্রমবর্ধমান সংখ্যা প্রদেশে অব্যাহত শ্রমিক ঘাটতির অন্যতম কারণ। ফেডারেল সরকারকে অভিবাসন খাতে যে বিশাল কাজের স্তুপ জমা পড়েছে তা মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম নিশ্চিত করতে হবে, বলেন রসি।
এই মুহুর্তে ৩০ মাসেরও বেশি ‘অপেক্ষমান তালিকা’ জমা পড়েছে। এর মধ্যে সব ধরনের অত্যন্ত প্রতিভাবান মানুষ রয়েছে যারা আজ শূন্য পদ পূরণ করতে পারত।

কানাডার রিটেইল কাউন্সিলের মুখপাত্র মিশেল ওয়াসিলিশেন বলেছেন, শ্রমের ঘাটতি একটি চলমান চ্যালেঞ্জ। বø্যাক ফ্রাইডে, সাইবার সোমবার এবং ক্রিসমাস সিজনের দিকে ইঙ্গিত করে ওয়াসিলিশেন বলেন, আমাদের কিছু ব্যস্ততম কেনাকাটার মাসগুেিলাতে খুচরা বিক্রেতারা শ্রমিক ঘাটতির সমস্যা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। নিউমার্কেট ওন্টের আপার কানাডা মল এই সপ্তাহান্তে প্রায় ২২০টি শূন্য পদ পূরণের লক্ষ্যে একটি চাকরি মেলার আয়োজন করছে – মার্চ মাসে তার শেষ মেলার চেয়ে এবারের শূন্য পদের সংখ্যা দ্বিগুণেরও বেশি। মলটির বিপণন ব্যবস্থাপক ক্রিস্টিন সিডম্যান বলেছেন, জব ফেয়ারটি মলের সবচেয়ে বড় নিয়োগের ইভেন্ট। ৪০ টিরও বেশি খুচরা বিক্রেতা কর্মচারী নিয়োগের চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে, যেটি মলের ব্যস্ততম শপিং ছুটির দিনগুলোর মধ্যে একটি হতে পারে বলেন সিডম্যান। “আমাদের খুচরা বিক্রেতারা আমাদের বলছেন, তারা শূন্য পদগুলো পূরণ করা আরও বেশি চ্যালেঞ্জিং মনে করছেন,” সিডম্যান সিবিসি টরন্টোকে বলেছেন।

ইতিমধ্যে টরন্টোর পশ্চিমে মিসিসাগাতে স্কয়ার ওয়ানও আগামি বৃহস্পতিবার একটি চাকরি মেলার আয়োজন করেছে, যাতে অন্টারিওর সবথেকে বড় শপিং মলে খণ্ডকালীন, ফুল-টাইম এবং মৌসুমী পদে ২৫০ জন কর্মী নিয়োগের আশা করছে।
নির্মাণ শিল্পসহ অন্টারিওর অন্যান্য সেক্টরগুলোও শ্রমিক ঘাটতির সমস্যা মোকাবেলা করছে।

অন্টারিওর কার্পেন্টার্স ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইক্যুইটি, ডাইভারসিটি এন্ড ইনক্লুশনের পরিচালক ক্রিস ক্যাম্পবেল বলেছেন, আমরা ভবিষ্যদ্বাণী করছি যে এটি আরও খারাপ হবে। আমাদের (প্রান্তিক) আশপাশের লোকদের এবং নতুনদের পেতে এবং শ্রমশিল্পে আসার জন্য তাদের উৎসাহিত করতে আরও কিছু করতে হবে। স¤প্রতি অন্টারিও বলছে, তারা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে ৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই দক্ষতা উন্নয়ন তহবিল ”ফৌজদারি বিচার ব্যবস্থায় পূর্বে জড়িত ব্যক্তি, ওইসব যুবক যারা এমন পরিস্থিতি বা অবস্থার মুখোমুখি হচ্ছেন যা তাদের শিক্ষাগত বা সামাজিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে; তাদের জন্য; প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী এবং ইউক্রেন থেকে আসা নতুন অভিবাসীদের সাহায্য করার জন্য প্রোগ্রামগুলোকে অগ্রাধিকার দিয়ে ফান্ডিং করবে?’
শ্রম মন্ত্রী মন্টে ম্যাকনটন বলেছেন, এই প্রোগ্রামটি এমন একটি বাজারে সাহায্য করার জন্য পরিকল্পনা বা সাজানো হয়েছে যাদের সাহায্য করা দরকার, যেখানে প্রদেশ জুড়ে ৩ লাখ ৭০ হাজার চাকরির পদ খালি রয়েছে। সূত্র : সিবিসি