সুহেল ইবনে ইসহাক: সিটি অফ টরন্টো তাদের সকল কর্মকর্তা বা কর্মচারীকে কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণ বাধ্যতামূলক করছে, তবে যারা “আইনত আবাসনের অধিকারী” তারা ব্যতীত। অক্টোবরের মধ্যে এই নীতি কার্যকর হবে বলে সিটির এক মুখপাত্র গ্লোবাল নিউজকে জানিয়েছেন।

৩০ অক্টোবর থেকে কার্যকর হবে টরন্টোর সমস্ত কর্মচারীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় মাত্রা গ্রহণ করা বাধ্যতামূলক হবে। মেয়র জন টরি বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, “ডেট লাইনটি টরন্টোর নাগরিকদের দুটি ডোজ পাওয়ার জন্য প্রয়োজনীয় সময় প্রদান করে নির্ধারণ করা হয়েছে।” মেয়র জন টরি আরও বলেন, চতুর্থ তরঙ্গকে প্রশমিত করার সকল প্রস্তুতিতে সিটি প্রতিশ্রুতিবদ্ধ, যা বর্তমানে ডেল্টা বৈকল্পিক দ্বারা পরিচালিত হচ্ছে এবং প্রাথমিকভাবে ভেকসিন না দেয়াদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে।”

সমস্ত সিটি কর্মী, আনুমানিক ৩৭,৬৬০ জন কর্মকর্তা -কর্মচারীকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ টিকা দেওয়ার প্রমাণ প্রকাশ করতে হবে। সিটির একজন কর্মকর্তা জানান, ১৩ সেপ্টেম্বরের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি বা যারা তাদের টিকার অবস্থা প্রকাশ করেননি তাদের বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিটির সকল কর্মী বা কর্মচারী দের প্রথম ডোজ টিকা গ্রহণ করার প্রমাণ দিতে হবে।
সিটির ওই কর্মকর্তা আরও বলেন, “একজন নিয়োগকর্তা হিসাবে শহরটির অন্টারিও আইনের অধীনে শ্রমিকদের সুরক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার বাধ্যবাধকতা রয়েছে।” “টরন্টোর বৃহত্তম নিয়োগকর্তা হিসাবে, সিটি তার কর্মীদের জন্য কোভিড-১৯ টিকা বাধ্যতামূলক করার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকাও নিচ্ছে।” টরন্টোর সিটি কাউন্সিলরদের মধ্যে ২৫ জন তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, তারা সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড। টরন্টো হাসপাতালের নেটওয়ার্ক, ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক, যেসব কর্মী অবৈতনিক ছুটিতে টিকা নিতে চান না,মেডিক্যাল রিজনে তাদের ভ্যাকসিন নিতে না পারার বিষয়টি ছাড় দেওয়ার কথা ভাবছে।

টরন্টো ট্রানজিট কমিশন (টিটিসি)বলেছে, তাদের কর্মকর্তা কর্মচারীদেরও ১৩ সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক করেছে। টরন্টো সিটি একই পদক্ষেপ নেওয়ার কিছুক্ষণ পরেই টিটিসি বৃহস্পতিবার এই ঘোষণা দেয়। টিটিসির প্রধান নির্বাহী রিচার্ড লিয়ারি এক বিবৃতিতে বলেন, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, টিটিসি কর্মচারী, ঠিকাদার এবং শিক্ষার্থীদের জন্য কোভিড -১৯টিকা গ্রহণ করা বাধ্যতামূলক হবে।