Home আন্তর্জাতিক সিডিসি প্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস, আরও ৪ কর্মকর্তার পদত্যাগ

সিডিসি প্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস, আরও ৪ কর্মকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক : আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারোজকে বরখাস্ত করা হয়েছে। তাকে নিয়োগের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বরখাস্ত করল হোয়াইট হাইস। একই সঙ্গে সংস্থাটির চারজন শীর্ষ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

ভ্যাকসিন নীতি ও জনস্বাস্থ্য নির্দেশনা নিয়ে তীব্র বিরোধ এবং রাজনৈতিক হস্তক্ষেপের মধ্যে এই ঘটনাটি ঘটল। জানা গিয়েছে, স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিসির ভ্যাকসিন সংক্রান্ত নীতিতে অনেক পরিবর্তন এনেছেন। এর মধ্যে রয়েছে, গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের কোভিড টিকার সুপারিশ প্রত্যাহার। সিডিসির বিশেষজ্ঞ ভ্যাকসিন পরামর্শ কমিটি বরখাস্ত করে নিজের পছন্দের উপদেষ্টা নিয়োগ।

কেনেডির সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন মোনারেজ, এরপর থেকেই তার সঙ্গে প্রশাসনের সম্পর্কের অবনতি ঘটে। এছাড়াও মোনারেজ প্রেসিডেন্ট ট্রাম্পের “মেকিং আমেরিকা হেলদি অ্যাগেইন” এজেন্ডার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলেন না। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, মোনারেজকে আগেই পদত্যাগের কথা জানানো হয়েছিল, কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না, তাই তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু মোনারেজের আইনজীবীরা জানাচ্ছেন, তাকে বরখাস্তের কোনও নোটিশ পাঠানো হয়নি। মোনারেজ একজন অতি বিজ্ঞাননিষ্ঠ ও নীতিবান কর্মকর্তা। আসলে তিধি “অবৈজ্ঞানিক নির্দেশনা” সমর্থন করেননি বলে তাঁকে টার্গেট করা হয়েছে। এই ঘটনার পর সিডিসির আরও চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

তাদের মধ্যে রয়েছেন প্রধান চিকিৎসা কর্মকর্তা ডেবরা হাওরি, টিকাদান ও শ্বাসতন্ত্রবিষয়ক পরিচালক ডিমিত্রি দাসকালাকিস, উদীয়মান সংক্রামক রোগ কেন্দ্রের পরিচালক ড্যানিয়েল জেরনিগান এবং জনস্বাস্থ্য ডেটা ও প্রযুক্তি বিভাগের পরিচালক জেন লেইডেন। তাঁরা মোনারেজকে বরখাস্ত করা নিয়ে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। একটি চিঠিতে দাসকালাকিস লিখেছেন, দেশ আবারও ‘প্রি-ভ্যাকসিন যুগে’ ফিরছে।

আসলে ট্রাম্প প্রশাসন সিডিসির বাজেট প্রায় ৩.৬ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব দিয়েছিল। কেনেডি এ বছরের শুরুতে প্রায় ২,৪০০ কর্মী ছাঁটাই করেছিলেন। সুসান মোনারেজ, যিনি একজন সরকারি বিজ্ঞান ছিলেন। তাকে এ বছরের জুলাইয়ে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব আসার পরেই টিকা ও অটিজমের মধ্যে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে দাবি করেছিলেন। এই কারণেই তিনি কেনেডির বিপরীতে চলে যান। অবশেষে এর ফল হল ভয়ানক। তাঁকে বরখাস্ত করা হল।

Exit mobile version