সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দশ সদস্যবিশিষ্ট সংলাপ কমিটি গঠন
সুহেল ইবনে ইসহাক: গত ২৫ সেপ্টেম্বর রবিবার রাত ৯ ঘটিকায় টরেন্টস্থ সিলেট বিভাগবাসীর মতবিনিময় সভা ডানফোর্থস্থ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়। জনাব কুহিনুর তানভীর এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভাটি উপস্থাপনা করেন ফুলবাডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন জনাব কামরুল হাসান সাহান।
স্বাগত বক্তব্য রাখেন টরেন্টো বাংলা পাড়া ক্লাবের এডমিন জনাব এম আর আজিজ, সভায় গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি মরহুম জনাব জামিল হোসেন ও বিশিষ্ট সমাজসেবী মরহুম জনাব তুতিউর রহমান ও মরহুম জামাল উদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।শুরুতেই সভার লক্ষ্য উদ্দেশ্য উপস্হাপন করে বক্তব্য রাখেন আয়োজক কমিটি চিফ জনাব মাহবুবুল ইসলাম ।
সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবন্দ জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচন প্রসঙ্গে তাদের মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন। জালালাবাদবাসী হিসাবে সকলে মিলে একই ছাতার নীচে ঐক্যবদ্ধ জালালাবাদ প্রতিষ্ঠায় বক্তারা উদাত্ত আহবান জানান।
সভায় বক্তব্য প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব জামিল আহমদ, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক নির্বাচন কমিশনার রানা জায়গীরদার, বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি কুশনুর রশীদ চৌধুরী, প্রবীন মুরব্বী নুরুল ইসলাম, আসাদ উদ্দীন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আখলাক হোসেন, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সভাপতি ছাদ চৌধুরী, সাবেক নির্বাহী সহ সভাপতি বেলায়েত চৌধুরী রিপন, সাবেক সেক্রেটারী খছরুজ্জামান চৌধুরী দুলু , বিশিষ্ট সমাজসেবী জামাল উদ্দীন, হবিগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি নুরুল ইসলাম আযাদ, দেশের আলো মিডিয়া ইংক এর এডিটর সাইদুন ফয়ছল, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক নর্বাহী সহ সভাপতি সাইফ উদ্দীন ভুট্টো, সাবেক সেক্রেটারী শামীম মিয়া, বিয়ানীবাজার সমিতির সভাপতি টুনু মিয়া, জনাব বাবেল চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশন এর সেক্রেটারী সাব্বির চৌধুরী লিটন, সিলেট মহানগর এসোসিয়েশন এর সভাপতি মাসুক চৌধুরী, সেক্রেটারী বেলাল সামছু, বিয়ানীবাজার এসোসিয়েশন এর সাবেক নির্বাহী সহ সভাপতি শাকিল খান, ইলিয়াছ আলী, এবাদ চৌধুরী, শাহীন আহমদ, সবুজ চৌধুরী টিটু, সাবেক জালালাবাদ এসোসিয়েশন এর সাংস্কৃতিক সম্পাদক সাবু শাহ, সাবেক এসিসটেন্ট সেক্রেটারী জালালাবাদ এসোসিয়েশন কুহিনুর তানভীর, সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার জাকারিয়া চৌধুরী, জয়নুল আবেদীন, সামছুল ইসলাম, এজাজ খান, ইমন চৌধুরী, মোহাম্মদ কামিল হোসেন, মাহফুজুল হক রাজু, নজরুল আহমদ, আরাফাত বকসী সুমন, সাইফুল মিয়া তাজুল, লাভলু আহমদ প্রমুখ।
সভায় জালালাবাদ এসোসিয়েশনর এক্সিকিউটিভ কমিটি ও সিলেট বিভাগবাসীর মধ্যে নির্বাচনী সংলাপ, সকলের অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে জামিল আহমদকে প্রধান করে এবং খুশনুর রশিদ চৌধুরী, নুরুল ইসলাম, আখলাক হোসেন, রানা জায়গীরদার,আসাদ উদ্দিন, জামাল উদ্দিন, ছাদ চৌধুরী, সাঈদুন ফয়সল, সাইফ উদ্দিন ভুট্টু কে সদস্য করে দশ (১০) সদস্যবিশিষ্ট এক সংলাপ কমিটি গঠন করা হয়।