Home সাহিত্য সেই তখন

সেই তখন

বনানী বাবলি

সেই তখন
পুকুর ঘাটের ছায়ায় বসে
পদ্ম তোলার ক্ষণ ছিলো

সেই তখন
পাখির গানে
মন মাতালের সুর ছিলো

সেই তখন
শিশির ভেজা ঘাসের বুকে
শিউলি তোলার ধুম ছিলো

সেই তখন
লক্ষী পেঁচার বাসা খোঁজার
দুপুর ছিলো

সেই তখন
বৃষ্টি বেলায়
পুতুল খেলার দিন ছিলো

সেই তখন
দীঘির জলে
ডুবসাঁতারের চমক ছিলো

সেই তখন
মেঘ বালিকার
মন রাঙানোর রং ছিলো

সেই তখন
গাছের ছায়ায়
সবুজ পাতার দোল ছিলো

সেই তখন
বাসন্তী রং শাড়ির সাজে
লাচ্ছি পানের ধুম ছিলো

সেই তখন
সোনা রোদের আবেশ মেখে
মন ভেজানোর গান ছিলো।

Exit mobile version