Home আন্তর্জাতিক সৌদি আরবের প্রথম নারী মানবাধিকার প্রধান

সৌদি আরবের প্রথম নারী মানবাধিকার প্রধান

অনলাইন ডেস্ক : সৌদি বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রি জারি করে হালা আল-তুয়াইজরিকে মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এর ফলে প্রথমবারের মতো এক নারী এই পদে নিয়োগ পেলেন। তার আগে এই পদে ছিলেন আওয়াদ ‍বিন সালেহ আল-আওয়াদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এ কমিশন দেশটির সরকার ব্যবস্থা থেকে সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করে। যদিও এটির প্রধান নিয়োগ হয় রাজকীয় আদেশে এবং কমিশনের বাকি সদস্যরা মন্ত্রিপরিষদ সভাপতির দ্বারা রাজকীয় আদেশে নিয়োগপ্রাপ্ত হন। দেশটিতে মানবাধিকার কমিশনের প্রধান মন্ত্রীর সমান পদমর্যাদা পান।

বাদশাহ সালমানের অপর এক আদেশে আওয়াদকে মানবাধিকার কমিশন থেকে সরিয়ে নতুন আদেশে তাকে রাজকীয় বিচার বিভাগের উপদেষ্টা করা হয়েছে। এটিরও পদমর্যাদা একজন মন্ত্রীর সমান। আল-আওয়াদের সময়ে কাউন্সিলে ১২ জন নারী সদস্য ছিলেন। তবে তাদের মধ্যে তুয়াইজরি ছিলেন না।

সৌদি মানবাধিকার কমিশন সাংবাদিক জামাল খাশোগজি হত্যায় আন্তর্জাতিক কোনো সংশ্লিষ্টতা বা জাতিসঙ্ঘ পরিচালিত মদদের কথা অস্বীকার করে আসছে। সূত্র : মিডল ইস্ট মনিটর

Exit mobile version