Home আন্তর্জাতিক সৌদি আরবে প্রথমবারের মতো নারী সৈনিক

সৌদি আরবে প্রথমবারের মতো নারী সৈনিক

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর সৌদি গেজেটের।

জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। চাকরির আবেদন করা যাবে আবশির ইমপ্লয়মেন্ট প্লাটফরমের মাধ্যমে।

কলেজটি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত সামরিক কলেজ। এখানে বিশেষায়িত শিক্ষা, নিরাপত্তা প্রশিক্ষণ ও নিরাপত্তাবিষয়ক গবেষণা হয়। পড়াশোনা শেষে

শিক্ষার্থীরা জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, মাদক নিয়ন্ত্রণ, তদন্ত ও গোয়েন্দা বিভাগ, ইমিগ্রেশন ও কারাগারসহ নানা দায়িত্বে যোগদানের সুযোগ পায়।

Exit mobile version