বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বর্তমানে নতুন গান নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। মাসের বেশির ভাগ দিনই তার রেকর্ডিংয়ের ব্যস্ততা থাকে। এদিকে করোনার কারণে দীর্ঘদিন ধরেই স্টেজ শো তেমন আয়োজন হচ্ছে না। নতুন খবর হলো- এবার একটি শোতে অংশ নিলেন সালমা। পাবনার বেড়া উপজেলাতে দুইদিন আগেই এই অনুষ্ঠানে নিজের মিউজিশিয়ানদের নিয়ে অংশ নেন এ গায়িকা। এ বিষয়ে সালমা বলেন, আমাদের শিল্পীদের আসলে স্টেজই অন্যতম মূল জায়গা। তবে করোনা মহামারির কারণে দীর্ঘ সময় ধরে প্রায় বন্ধ রয়েছে শো।

এই সময়ে কম বেশি সব শিল্পী-মিউজিশিয়ানই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো অন্যান্য সেক্টরে পূর্ণ উদ্যমে কাজ শুরু হয়েছে। কিন্তু আমাদের স্টেজ শো সেভাবে শুরু হচ্ছে না। তবে খুশির খবর এই যে, আমি আমার মিউজিশিয়ানসহ পাবনায় অনেকদিন পর শো করলাম। অসাধারণ একটা অনুষ্ঠান হয়েছে। এভাবেই যেন স্টেজ শোটা নিয়মিত হয়- সেটাই আসলে চাওয়া। এদিকে চলতি বছরের শুরু থেকেই রেকর্ডিংয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এ গায়িকা। নিজের ইউটিউব চ্যানেল ও অন্য কোম্পানির জন্য অনেক গান রেকর্ডিং করেছেন তিনি। সেই ব্যস্ততা চলছে এখনো। সালমা বলেন, নতুন গান রেকর্ডিং চলছে। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আর অনেকগুলো নতুন গানের রেকর্ডিং রয়েছে সামনে। এদিকে এ শিল্পীর নিজস্ব অর্থায়নে তার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ক’দিন আগেই। সালমা বলেন, এ পরিকল্পনা অনেক দিনের। আমি আর আমার স্বামী সাগর অবশেষে পার্কটি করতে পেরেছি। এটাই অনেক আনন্দের। গান ছাড়াও সালমা তার স্বামী সাগরের সঙ্গে মিলে তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন। করোনাকালেও নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তারা।