অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই ট্রাম্প বুধবার দাবি করেছেন, ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এরপরই এ নিয়ে রসিকতা করেন রুশ প্রেসিডেন্ট।
মস্কোতে একটি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পুতিন বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাবটি খতিয়ে দেখতে এবং কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর পরই আমরা আমন্ত্রণের জবাব দিতে পারব।’
ট্রাম্পের এই ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে চাওয়া ১০০ কোটি ডলার নিয়ে কটাক্ষ করে পুতিন বলেন, ‘এই অর্থ দেওয়া যেতে পারে যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকেই। এমনকি সেই অর্থ ইউক্রেন যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনেও ব্যবহার করা যেতে পারে।’
গাজা পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত হলেও, এই বোর্ডের কার্যপরিধি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয় বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের বিকল্প হিসেবে গড়ে তোলার আশঙ্কায় ইতিমধ্যে ফ্রান্সসহ কয়েকটি মার্কিন মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
