Home কানাডা খবর স্বস্তির ‘জলবায়ু পরিবর্তন সচেতনতা’ সংক্রান্ত অনুষ্ঠান: স্পার্কিং চেঞ্জ

স্বস্তির ‘জলবায়ু পরিবর্তন সচেতনতা’ সংক্রান্ত অনুষ্ঠান: স্পার্কিং চেঞ্জ

নাদিরা তাবাসসুম : কমিউনিটি অর্গানাইজেশন স্বস্তির এ বছরের ‘জলবায়ু পরিবর্তন সচেতনতা’ সংক্রান্ত অনুষ্ঠান স্পার্কিং চেঞ্জ প্রকল্পের আওতায় গত জুন মাসের ২৫ তারিখ এবং জুলাই মাসের ৮ তারিখে দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর ২১ তারিখে ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে এবং অক্টোবরের ১২ তারিখে র‌্যালীর আয়োজন করা হয়েছে। অনারেবল এম পি পি ডলি বেগম ফেস্টিভাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এমন একটি জরুরি বিষয় উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে স্বস্তির সভাপতি নাদিরা তাবাসসুমের হাতে একটি সার্টিফিকেট প্রদান করেন।

জলবায়ু পরিবর্তন বর্তমান প্রেক্ষাপটে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে পৃথিবীর সর্বত্রই এত আলোচনা, এত উদ্বেগ আর উৎকন্ঠা। অতিরিক্ত গ্রীন হাউস গ্যাস নির্গত হওয়ার কারণে তা আমাদের পৃথিবীর চারপাশে ঘন আবরণে ঢেকে সূর্যের তাপ ও রশ্মিকে পৃথিবীতেই আবদ্ধ করে রাখে। ফলে পৃথিবী ক্রমান্বয়ে উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠে এবং বিভিন্ন ধরনের দূর্যোগ ও বিপর্যয় ঘটিয়ে থাকে। তাই আমরা প্রতিনিয়ত অতি ভারী বর্ষণ, অতি খরা, ঘন ঘন বন্যা, টর্ণেডো, শিলাবৃষ্টি ইত্যাদির সম্মুখীন হচ্ছি। গ্রীন হাউস গ্যাস কী, তা আমাদের পৃথিবীতে কি প্রভাব ফেলছে, আমরা মানুষ কিভাবে এই গ্যাস অতিরিক্ত নির্গত হওয়ার জন্য দায়ী এবং কিভাবে আমরা মানুষই পারি এই গ্যাস নিঃসরণ কমাতে – এই বিষয়গুলো কমিউনিটির মানুষের কাছে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে স্বস্তি অর্গানাইজেশন ডেন্টোনিয়া পার্কে দুটি ওয়ার্কশপ, একটি ফেস্টিভাল আর একটি র‌্যালীর আয়োজন করেছে। আগামী অক্টোবর ১২ তারিখের অনুষ্ঠিতব্য র‌্যালীতে কমিউনিটির সকলে আমন্ত্রিত।

Exit mobile version