Home কানাডা খবর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’তে টরন্টো ফিল্ম ফোরাম-এর দুটি প্রামাণ্যচিত্র

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’তে টরন্টো ফিল্ম ফোরাম-এর দুটি প্রামাণ্যচিত্র

বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম-এর উদ্যোগে “আমার ৫০” এবং “আমাদের ৫০” নামে দুটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চলচ্চিত্র দুটির নির্মাণ কাজ আগামী ২৬শে মার্চের মধ্যে শেষ হবে। টরন্টো ফিল্ম ফোরাম-এর সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে চলচ্চিত্র দুটি নির্মিত হচ্ছে।

“আমার ৫০” প্রামাণ্যচিত্রটি টরন্টো ও এর আশেপাশের শহরে বসবাসরত পাঁচজন মুক্তিযোদ্ধা নিয়ে, যাদের কথায় উঠে আসবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ইতিহাসের ধারা। আর “আমাদের ৫০” প্রামাণ্যচিত্রে উঠে আসবে টরন্টো ফিল্ম ফোরাম-এর সদস্যদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ নিয়ে নিজেদের অনুভূতির কথা। প্রামাণ্যচিত্র দুটির শ্যুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

টরন্টো ফিল্ম ফোরাম-এর সদস্যরা মনে করেন, প্রামাণ্যচিত্র দুটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক উঠে আসবে। এই দুটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে টরন্টো ফিল্ম ফোরাম-এর সদস্যরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল দেশপ্রেমিক ও ত্যাগী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে।

Exit mobile version