অনলাইন ডেস্ক : অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা খাতকে বেসরকারীকরণের বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না। কারণ সরকার গোটা প্রদেশেজুড়ে হাসপাতালগুলোতে বিশাল কর্মী-ঘাটতি মোকাবেলা করার বিভিন্ন উপায় খতিয়ে দেখছে। স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস বলেছেন, সরকার জরুরি বিভাগগুলো বন্ধ হওয়া ঠেকাতে বেশকিছু উপায় বিবেচনা করছে। সরকার বেসরকারীকরণের বিষয়টি বিবেচনা করছে কিনা জানতে চাইলে জোনস বলেন, সব বিকল্পই আলোচনার টেবিলে রয়েছে।
বুধবার আইনসভায় মন্ত্রী বলেন, আমি বলছি যে অন্টারিওতে উদ্ভাবন এবং বিভিন্ন সুযোগ রয়েছে, এবং আমরা সেগুলো খুঁজে বের করব। স্বাস্থ্যসেবা কর্মকর্তারা বলছেন যে নার্স কর্মীদের সংকটের কারণে, অন্টারিও জুড়ে জরুরী বিভাগগুলো এই গ্রীষ্মে এককালীন ঘন্টাব্যাপী বা একদিনের জন্য বন্ধ রাখতে হয়েছে। কিছু ছোট গ্রামীণ হাসপাতালে বৃহত্তর শহুরে হাসপাতালের চেয়ে বেশি প্রভাব পড়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে, তিনি সমস্যা সমাধানের লক্ষ্যে প্রদেশ জুড়ে হাসপাতাল কর্পোরেশনের সাথে কথা বলেছেন। সরকার স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন বিবেচনা করছে বলে জানালেও সেগুলো কী হবে তা মন্ত্রী উল্লেখ করেননি। অন্টারিও প্রদেশে আমাদের সবসময়ই একটি জনস্বাস্থ্য-পরিচর্যা ব্যবস্থা ছিল এবং আমরা সেটি চালিয়ে যাব, তিনি বলেন।
অন্তর্র্বতীকালীন এনডিপি নেতা পিটার ট্যাবুন্স বলেছেন যে, যেকোনও স্বাস্থ্য-সেবা বেসরকারিকরণ অন্টারিওর জন্য একটি বিপর্যয় হবে। গত বুধবার এক বিবৃতিতে, অন্টারিওর বিরোধী নিউ ডেমোক্রেটিক পার্টির স্বাস্থ্যসেবা সমালোচক ফ্রান্স গেলিনাস বলেছেন যে, বেসরকারীকরণ বিবেচনাধীন রয়েছে শুনে তার দল “আতঙ্কিত” হয়েছিলো।
গেলিনাস বলেন, আমরা এখন গভীরভাবে উদ্বিগ্ন যে এই রক্ষণশীল সরকার স্বাস্থ্য-পরিচর্যা সঙ্কটে কাজ করতে অস্বীকার করার কারণ হল তারা স্বাস্থ্যসেবাকে বেসরকারিকরণ করতে চাচ্ছে।
পরামর্শকরা প্রিমিয়ার ডগ ফোর্ডকে ২০১৯ সালে প্রবর্তিত পাবলিক সেক্টরের মজুরি নিয়ন্ত্রণ আইন বাতিল করার জন্য অনুরোধ করেছেন। তারা বলেছেন, এ আইনটি নার্সদের নিয়োগ এবং ধরে রাখার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। স্বাস্থ্যমন্ত্রী জোনস এবং প্রিমিয়ার ফোর্ড গত মঙ্গলবার হাসপাতালের চলমান সঙ্কটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। দু’জনই বলেছেন যে, সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিনিয়োগ করছে। যদি আকাশ থেকে এসে ৫ হাজার নার্স উপস্থিত হত, আমরা আগামীকালই তাদের নিয়োগ দিতাম, বলেন ফোর্ড। মন্ত্রী বলেন, তিনি কী করবেন সে সম্পর্কে আরও ধারণা পেতে হাসপাতালের প্রশাসক এবং নার্স ইউনিয়নের সাথে দেখা করেছেন। তবে তিনি বলেছিলেন যে, কোনও প্রস্তাবিত পরিবর্তন কীভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যান্য অংশকে প্রভাবিত করতে পারে তা বোঝার জন্য তিনি সতর্ক রয়েছেন। গত সপ্তাহে জোনস অন্টারিওর কলেজ অফ নার্সেস এবং অন্টারিওর কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনদের নির্দেশনা পাঠিয়ে আহবান জানিয়েছেন যে, যত দ্রæত সম্ভব প্রদেশে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্স এবং ডাক্তারদের নিবন্ধন করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে।
স্বাস্থ্যসেবার বেসরকারিকরণের বিষয়টি স¤প্রতি দেশের অন্যত্রও আলোচিত হচ্ছে। মেডিকেয়ার সুরক্ষা আইনের বিরুদ্ধে ভ্যাঙ্কুভারের একজন সার্জনের করা চ্যালেঞ্জ বাতিল করে নি¤œ আদালতের দেয়া রায়কে বহাল রেখেছে ব্রিটিশ কলম্বিয়ার আপিল আদালত। আদালতের এ সিদ্ধান্ত ”রোগীর অর্থ প্রদানের সক্ষমতা নয় বরং প্রয়োজনের ভিত্তিতে” পাবলিক সিস্টেমে চিকিৎসা সেবার প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইনটিকে সমর্থন করে। সূত্র : সিবিসি