Home জাতীয় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

অনলাইন ডেস্ক : একদিনের সরকারি সফরে ঢাকায় পৌছেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। বুধবার দিবাগত রাত একটায় বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী। এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

Exit mobile version