Home আন্তর্জাতিক হাজার ফুট উচ্চতার সুনামির আশঙ্কা, মুছে যেতে পারে যুক্তরাষ্ট্রের বড় অংশ

হাজার ফুট উচ্চতার সুনামির আশঙ্কা, মুছে যেতে পারে যুক্তরাষ্ট্রের বড় অংশ

অনলাইন ডেস্ক : মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগা-সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই সুনামির উচ্চতা হাজার ফুট পর্যন্ত হতে পারে।ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ক্যাসকেডিয়া সাবডাকশন জোনে (সিএসজেট) বড় ধরনের ভূমিকম্পের কারণে এই মেগা-সুনামি সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ৫০ বছরের মধ্যে এটি একটি শক্তিশালী ভূমিকম্প হবে, যেটি একটি নির্দিষ্ট কক্ষপথে আঘাত হানবে। ১,০০০ ফুট উঁচু ‌‘মেগা সুনামি’ যুক্তরাষ্ট্রের একটি বিশাল অংশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে।

নতুন গবেষণা অনুযায়ী, এই সুনামির কারণে উপকূলীয় এলাকায় হঠাৎ ভূমি ধস এবং শত শত ফুট উচ্চতার ঢেউ তৈরি হতে পারে। এতে লাখ লাখ মানুষ, অবকাঠামো এবং ভয়াবহ পরিবেশের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।

গবেষকরা বলছেন, এখনই উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং দৃঢ় অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি।

Exit mobile version