অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট তরুণ নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমি কর্তৃপক্ষকে হাদির মামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করার এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।






