নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ছয়জন বিশিষ্ট সাহিত্যিককে ‘হাসান আজিজুল হক সাহিত্য পদক’ প্রদান করেছে রাজশাহী লেখক পরিষদ। শনিবার (৪ মে) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাসান আজিজুল হক সাহিত্য উৎসবের সমাপনী দিনে ছয় গুণীকে- পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও ২৫,০০০ টাকা করে অর্থমূল্য প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সমাপনী অনুষ্ঠানে লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী লেখক পরিষদ সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। এসময় বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ মান্নান, নিখিল ভারত শিশুসাহিত্য সংসদের সর্বভারতীয় সম্পাদক ও শিশুসাহিত্যিক আনসার উল হক, ভারতের পশ্চিমবঙ্গের কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পুত্র প্রফেসর ইমতিয়াজ হাসান।

পদকপ্রাপ্ত গুণিজনরা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), আখতার হুসেন (শিশুসাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) এবং রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)। দু’দিনব্যাপী এই সাহিত্য উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ মিলনায়তনে। এই উৎসবে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক সাহিত্যিক উপস্থিত হন।