Home আন্তর্জাতিক হিজাবকাণ্ডে তরুণীর মৃত্যু, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

হিজাবকাণ্ডে তরুণীর মৃত্যু, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পুলিশ কাস্টডিতে তরুণীর মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে এটা কেন্দ্র করে বিশৃঙ্খলা ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

দুই সপ্তাহ আগে সঠিক উপায়ে হিজাব না পরার কারণে তেহরানে পুলিশ হেফাজতে মাশা আমিনি (২২) নামে এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

তরুণী মাশা আমিনির মৃত্যু নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সবাই দুঃখিত। তাই বলে এটা কেন্দ্র করে ‘বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়’।

হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, জনগণের নিরাপত্তা আমাদের সীমারেখা (রেড লাইন)। দাঙ্গার মাধ্যমে সমাজের শান্তি নষ্ট করতে দেওয়া যেতে পারে না। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইরানে এখনো বিক্ষোভ চলমান আছে। পুলিশের ধরপাকড়ও অব্যাহত আছে।

Exit mobile version