Home কানাডা খবর হীমাঙ্কের নীচে তাপমাত্রায় চলছে শহীদ মিনারের শ্বেত পাথর বসানোর কাজ

হীমাঙ্কের নীচে তাপমাত্রায় চলছে শহীদ মিনারের শ্বেত পাথর বসানোর কাজ

টরন্টো : বাংলা কাগজের সাথে আলাপকালে “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ জানিয়েছেন, প্রচন্ড ঠান্ডার কারণে মনুমেন্ট বা শহীদ মিনারের পাথর বসানোর কাজ একটু ব্যাঘাত ঘটছে। বাতাসে তেরপাল ছিড়ে যাওয়া, চারিদিকের ফেন্স ভেঙ্গে পরা, বিশেষ স্বাস্থ্য বিধি মেনে ভিতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাপ নিয়ন্ত্রণে রেখে শেষ পর্যায়ের নির্মাণ কাজ চলছে।

ম্যাক আজাদ আরো জানিয়েছেন যে, এ বছর ২১শে ফেব্রæয়ারির আগেই সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। তবে পেন্ডামিকের কারণে এ বছর একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়তো সম্ভব হবে না। সেই সময় দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো সিটি কর্মকর্তা এই বিষয়ে বিবেচনা করবেন।

Exit mobile version