Home কানাডা খবর হুন্ডি ব্যবসায়ীদের কানাডার বাংলাদেশ হাইকমিশন কনস্যুলেট সেবা দেবে না

হুন্ডি ব্যবসায়ীদের কানাডার বাংলাদেশ হাইকমিশন কনস্যুলেট সেবা দেবে না

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিরোধী গুজব ও অপপ্রচারে লিপ্ত মিডিয়া, ব্যক্তিবর্গ, তাদের পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, দন্ডপ্রাপ্ত এবং হুন্ডি ব্যবসায়ীদের কোন প্রকার কনস্যুলার সেবা কানাডার বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট থেকে দেয়া হবে না।
গত সপ্তাহে কানাডার অটোয়াস্থ হাইকমিশন ফর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিরোধী গুজব রটনাকারী ও অপপ্রচারকারীদের সর্ম্পকে বাংলাদেশী কানাডিয়ান ভাই বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অপ্রপ্রচার থেকে বিরত থাকার আহবান শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে কানাডা থেকে প্রচারতি কিছু মিডিয়া ও ব্যক্তি বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের একটি হচ্ছে মন্ট্রিল থেকে প্রচারিত একটি অনলাইন টিভি এবং এর কর্ণধার। তাদের এ সমস্ত মিথ্যা, বিভ্রান্তিমূলক অপপ্রচারে বাংলাদেশে সামাজিক অস্থিরতা ও চরমপন্থী সৃষ্টির অনেক উপাদান বিদ্যমান। উপরন্তু এসব গুজব ও অপপ্রচারের সাথে কতিপয় অর্থ পাচারকারী, ঋণখেলাপী, দন্ডপ্রাপ্ত, অভিযুক্ত ব্যক্তি, হুন্ডি ব্যবসায়ীরাও যুক্ত হয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের এসমস্ত দেশ ও সমাজ বিরোধী কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনমাফিক তাদের কার্যকলাপ সর্ম্পকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হবে।
কানাডার বাংলাদেশ হাইকমিশন থেকে মন্ট্রিল থেকে প্রচারিত একটি অনলাইনব টিভি এবং এর কর্ণধারের বিষয়ে বলা হলেও ও ব্যক্তির নাম পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

এবিষয়ে মোহাম্মদ আলীম উল্লাহ নামের একজন মন্তব্য করেন, হাইকমিশনের নামসহ প্রচার করা উচিত ছিলো। শেখ আব্দুস সাত্তার বলেন, প্রশংসনীয় এবং সঠিক উদ্যোগের জন্য ধন্যবাদ। কাজি মামুন নামের একজন মন্তব্য করেন, ‘এই পোষ্টে হা হা রিকোয়েষ্টকারীদের মধ্যেই পাবেন যাদের খুঁজছেন’। এনিয়ে আতাউর খান নামের প্রবাসী মন্তব্য করেন, গুড ডিশিসন।

Exit mobile version