Home কানাডা খবর হেলথ কানাডা লং-টার্ম কেয়ারের সুরক্ষায় জনমত চায়

হেলথ কানাডা লং-টার্ম কেয়ারের সুরক্ষায় জনমত চায়

অনলাইন ডেস্ক : হেলথ কানাডা একটি নতুন পরামর্শ টুল চালু করেছে যাতে কানাডিয়ানদের লং-টার্ম কেয়ারের জন্য নতুন মান উন্নয়নে সহায়তা করার আহবান জানানো হয়েছে। অর্থাৎ, লং-টার্ম কেয়ারের সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত আইনের ওপর জনমত চাইছে ফেডারেল সরকার। কোভিড-১৯ মহামারির বিপর্যয়ের পর এই উদ্যোগ নিয়েছে সরকার।

হেলথ কানাডা বলেছে যে, একটি নতুন আইন তৈরি করা দীর্ঘমেয়াদী যত্নের জন্য উন্নত মান তৈরির সাথে সঙ্গতিপূর্ণ। কোভিড-১৯ মহামারীর সময় কানাডিয়ানরা প্রতিটি প্রদেশে হাজার হাজার প্রবীণ নাগরিকদের নিরাপদ এবং পর্যাপ্ত পরিচর্যা প্রদানে দীর্ঘমেয়াদী কেয়ার হোমগুলোর ব্যর্থতা প্রত্যক্ষ করেছে।

হেলথ কানাডার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সদ্য প্রকাশিত এলটিসি স্ট্যান্ডার্ডের পরিপ্রেক্ষিতে, যার জন্য কানাডা সরকার একটি শক্তিশালী পরামর্শ কৌশল তৈরি করতে প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করেছে, এই গুরুত্বপূর্ণ আইনটি সারা দেশে এলটিচি পরিষেবার মান এবং নিরাপত্তার অগ্রগতিতে সহায়তা করবে।”

পরিকল্পনায় আরও বলা হয়েছে যে, বেশিরভাগ কানাডিয়ান বৃদ্ধ হওয়ার সাথে সাথে বাড়ি এবং পরিবারের কাছাকাছি থাকতে চায় এবং তারা তাদের দীর্ঘমেয়াদী যত্নের ক্ষেত্রে উচ্চ মান এবং নিরাপত্তা প্রত্যাশা করে।
২০২১ সালের নির্বাচনী প্রচারণাকালে লিবারেলরা সেফ লং-টার্ম কেয়ার অ্যাক্টের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রস্তাবিত আইনটি এনডিপির সঙ্গে সম্পাদিত সাপ্লাই অ্যান্ড কনফিডেন্স চুক্তিরও অংশ। চুক্তিতে নিউ ডেমোক্রেটরা ২০২৫ সাল পর্যন্ত অভিন্ন অগ্রাধিকারগুলোর বিনিময়ে হাউস অব কমন্সে গুরুত্বপূর্ণ ভোটে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

কবে নাগাদ সরকার আইনটি উত্থাপনের পরিকল্পনা করছে সে ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাঁ-ইভস ডুকলোর কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে আগামী হেমন্তেই আইনটি উত্থাপন করা হতে পারে।

এনডিপি বলেছে, লিবারেলরা কাজ করতে অনেক সময় নিয়ে থাকে। হেলথ ক্রিটিক ডন ডেভিস বলেন, লাভজনক কেয়ার হোমগুলোর অবস্থা দেশের মধ্যে সবচেয়ে খারাপ। এর কারণ তারা জ্যেষ্ঠ নাগরিকদের মানসম্পন্ন সেবা বা কর্মীদের কাজের পরিবেশের চেয়ে মুনাফা নিয়ে বেশি চিন্তিত। ভয়াবহ এই পরিবেশ দীর্ঘদিনের। এমনকি কোভিড-১৯ এর আগে থেকেই এ অবস্থা ছিল।
এ বছরের গোড়ার দিকে লং-টার্ম কেয়ার বিষয়ে বিশেষজ্ঞ দুটি প্যানেল কেয়ার হোমের স্বাস্থ্য উন্নয়ন, সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধের নতুন মানদ- প্রকাশ করেছে। হেলথ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এবং সিএসএ গ্রুপ এই মানদণ্ড উন্নয়ন করেছে। ২০২১ সালের বাজেটে সরকার প্রদেশ ও অঞ্চলগুলোর লং-টার্ম কেয়ার হোমের অবস্থার উন্নয়নে ৩০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিয়েছিল।

স¤প্রতি ঘোষিত বাজেটে পারসোনাল সার্পোট ওয়ার্কারদের ঘণ্টাপ্রতি মজুরি বৃদ্ধিতে আগামী পাঁচ বছরের জন্য ১৭০ কোটি ডলার বরাদ্দ রেখেছে। কারণ, পারসোনাল সাপোর্ট ওয়ার্কাররাই অধিকাংশ হোমে শয্যাপাশে সেবা দিয়ে থাকেন। সূত্র : সাডবেরি ডটকম

Exit mobile version