মন্ট্রিয়ল ডেস্ক: ক্লিক সান্তে গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে, যেখানে ক্যুইবেকাররা ১ম ডোজের চার সপ্তাহ পরেই ২য় ডোজের নিবন্ধন করতে পারবেন। নতুন স্কুল বছরের শুরুর পূর্বেই বেশিরভাগ ভ্যাক্সিন সম্পন্ন করতে ক্যুইবেকে সরকার তাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম-এর গতি বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে ১৮-২৯ বছর বয়সীদের নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই গ্রুপ মাত্র ৬৭ শতাংশ ভ্যাকসিন এর আওতায় এসেছে। মূল লক্ষ্য ৭৫ শতাংশে পৌঁছাতে আরো ১১৫ হাজার জনকে ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসতে হবে। তবে আমাদের ২য় ডোজ আর ১ম ডোজের মধ্যবর্তী সময় চার সপ্তাহে নামিয়ে আনাতে বেশ বড় ধরণের গতি আনবে।