আশরাফ আলী : এক, দুই, তিন— ষোল! ঠিক এমনি করেই হয়তো দিন গোণা ছিলো। অপেক্ষা ছিলো। আর আজ থেকে ৫২ বছর আগে সেই অপেক্ষায় যাতনা ছিলো, বেদনা ছিলো, বিভীষিকা ছিলো, লাঞ্ছনা ছিলো, মৃত্যু ছিলো, যুদ্ধ ছিলো, হতাশা ছিলো। সেইসাথে ছিলো উদ্দীপনা, ছিলো সংকল্প, ছিলো সংগ্রাম, ছিলো গান। ছিলো স্বাধীনতা, বিজয়, জয় বাংলা-শব্দাবলী।

মহান সেই যুদ্ধ, আত্মত্যাগ, বিজয় শোভিত পতাকা আর সবুজ-শ্যামল মাটি থেকে হাজার মাইল দূরে কানাডার টরন্টো শহরের বাঙালী পাড়ার এক সহৃদয় মানুষ গোপা চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানের এক স্বল্প পরিসর অংশে বানানো একটি অস্থায়ী ষ্টুডিও থেকে আরেকজন সহৃদয় মানুষ আমিন মিয়ার সৌজন্যে ১ ডিসেম্বরের থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ফেসবুক ও ইউটিউবের খওঠঊ অনষ্ঠানে প্রচারিত হয়েছে ‘দ্রোহ এনেছে বিজয় ৭১’। টরন্টোর সবার কাছে পছন্দের সংগঠন ‘অন্য থিয়েটার’ ও ‘অন্যস্বর’ এর উৎসাহী সদস্যদের সার্বিক অংশগ্রহণে ১৬ দিনের ১৬ সন্ধ্যার এই অনুষ্ঠানে সেই যুদ্ধ, সেই অপেক্ষা, সেই যাতনা, সেই কান্না, সেই বিজয়, সেই সময়কে কথা, আবৃত্তি আর গানে স্মরণের সামনের সারিতে এনে দাঁড় করিয়েছে। পৃথিবী ব্যাপী ছড়িয়ে থাকা বাঙালী শ্রোতা-দর্শকরেরা দলের সবার প্রাণবন্ত ও হৃদয়ের নিবিড়তম স্তর থেকে উঠে আসা একান্ত আন্তরিক পরিবেশনায় কেঁদেছে-হেসেছে ২০২৩ এর বিজয়ের মাসের এই ১৬ দিন।