অনলাইন ডেস্ক : দেশের আসন্ন নির্বাচন কেন্দ্র করে একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৮ সালের পর এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার।

বিবৃতিতে জানানো হয়, ইইউর এই পর্যবেক্ষক দলে থাকবে ১৫০ থেকে ২০০ জন পর্যবেক্ষক, যারা নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে থেকেই কার্যক্রম শুরু করবেন। সেই অনুযায়ী, মিশনের সদস্যরা জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

মাইকেল মিলার জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে। এর আগে, ২০১৩ সালের নির্বাচনে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার অভাবের কারণে ইইউ পর্যবেক্ষক পাঠায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই মাসে সনদ স্বাক্ষর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইইউর এই সিদ্ধান্তকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।