Home জাতীয় ১৮ আগস্ট থেকে কুয়ালালামপুরে বিমানের ফ্লাইট চালু

১৮ আগস্ট থেকে কুয়ালালামপুরে বিমানের ফ্লাইট চালু

অনলাইন ডেস্ক : আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুরে রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই রুটে প্রতি সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা।

আজ বৃহস্পতিবার এ কথা জানান বিমানের উপমহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি জানান, ঢাকা – কুয়ালালামপুর রুটে সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার এবং কুয়ালালামপুর থেকে ঢাকায় বুধ ও শনিবার বিমানের ফিরতি ফ্লাইট পরিচালিত হবে । ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যগুলো বিমানের ওয়েবসাইট এ পাওয়া যাবে।

বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com এবং বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের সবগুলোই বন্ধ হয়ে যায়। তবে জুন মাসের পর থেকে লন্ডন, আবুধাবি, দুবাইয়ে ফ্লাইট চালু করে বিমান।

বাংলাদেশ বিমান ছাড়াও ঢাকা – কুয়ালালামপুর রুটে ১৬ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস।

Exit mobile version