অনলাইন ডেস্ক : ১৮ বছর পর গ্রামের বাড়িতে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) সন্ধ্যা ছয়টার দিকে তিনি চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়ায় গ্রামের বাড়িতে যান। পারিবারিক কবরস্থান জিয়ারতের পর তিনি এলাকাবাসীর সঙ্গে সময় কাটান।
১৮ বছর পর গ্রামে ফিরে এলাকাবাসীর দোয়া প্রার্থনা করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় খোশগল্প করেন তিনি।
এর আগে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নেন তিনি। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই চট্টগ্রামে এলেন তিনি।