Home কানাডা খবর ২০ আগস্ট রবিবার ‘আমার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠে আমন্ত্রণপত্র

২০ আগস্ট রবিবার ‘আমার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠে আমন্ত্রণপত্র

অনলাইন ডেস্ক : আগামী ২০ শে আগস্ট ২০২৩, রবিবার, বিকাল ৪-০০টা থেকে ৮-০০ পর্যন্ত কানাডার রাজধানী অটোয়ার ‘ওভারব্রুক কমিউনিটি’ সেন্টারে, অটোয়ায় বসবাসকারী বাংলাদেশের মুক্তিযুদ্ধের গেরিলাযোদ্ধা শাহেদ বখত ময়নুর ‘আমার মুক্তিযুদ্ধ’ গ্রন্থটি নিয়ে একটি অন্তরঙ্গ পাঠের আয়োজন করা হয়েছে। অটোয়ার সৃজনশীল বাংলা সাহিত্য পত্রিকা ‘আশ্রমবিডিডটকম’ আয়োজিত এই আলোচনায়, অটোয়া, মন্ট্রিয়েল এবং টরন্টোর লেখক, কবি, গবেষক, সুধীজনরাসহ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা অংশ নিবেন।

উক্ত মহতী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। সবাই ভাল থাকুন।

শুভেচ্ছাসহ, কবির চৌধুরী, প্রকাশক, আশ্রম বাংলা সাহিত্য পত্রিকা, অটোয়া, কানাডা

Exit mobile version