Home আন্তর্জাতিক ২১ সেপ্টেম্বর থেকে ভারতে লকডাইন শিথিল হতে যাচ্ছে

২১ সেপ্টেম্বর থেকে ভারতে লকডাইন শিথিল হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক : ভারতে লকডাইন শিথিল হতে যাচ্ছে। ৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী চালু করা হবে মেট্রো পরিষেবা। এছাড়া ২১ সেপ্টেম্বর থেকে সর্বাধিক ১০০ জনের জমায়েতে মিছিল-মিটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।

রবিবার এনডিটিভির খবরে বলা হয়, লকডাইন শিথিল করা হলেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৭৮,৭৬১ জন করোনা সংক্রমিত হয়েছে। যা এযাবতকালে রেকর্ড সংক্রমণ।

এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় আরো ৯৮৪ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ হাজার ৪৯৮ জন।

শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখের বেশি মানুষ।

Exit mobile version