Home আন্তর্জাতিক ২৪৪ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম বিচারক

২৪৪ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম বিচারক

অনলাইন ডেস্ক : ২৪৪ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। বৃহস্পতিবার পাকিস্তানি বংশোদ্ভুত ও ফেডারেল এবং সেনাবাহিনীর সাবেক বিচারকের ছেলে কুরাইশির মনোনয়ন ৮১-১৬ ভোটে পাস হয়।

এনবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সির ম্যাজিস্ট্রেট কুরাইশিকে ফেডারেল বিচারক হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়ন যুক্তরাষ্ট্রের সেনেটর সায় পেয়েছে।

ভোটভুটির আগে সেনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেডারেল বেঞ্চের প্রথম মুসলিম বিচারক কুরাইশি। যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোনো মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে। পাকিস্তানী অভিবাসীর সন্তান কুরাইশির জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি বেড়ে উঠেছেন নিউ জার্সিতে। সেখানেই তার পড়ালেখা।

Exit mobile version