আরিফ হোসেন বনি : গত ২৫শে মার্চ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ত্যাগী মানুষদের স্মরণে টরন্টো ফিল্ম ফোরাম প্রদীপ প্রজ্জ্বলন, চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা ৮টায় ২৫শে মার্চের কালো রাত্রির ভয়াবহতা এবং বাংলাদেশে সংঘটিত গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীতে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’তে প্রদীপ প্রজ্জ্বলন করে রাস্তায় সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী, টরন্টোর পিডিআই এর আহবায়ক বিদ্যুৎ রঞ্জন দে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস নাসির উদ দুজা এবং টরন্টোর ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল।

২৫শে মার্চ কালো রাত্রির সমাবেশ শেষে সন্ধ্যা ৮:৩০টায় ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ৪ নং ইউনিটের মাল্টিকালচারল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে কাওসার চৌধুরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘বধ্যভ‚মিতে একদিন’ প্রদর্শিত হয়। উল্লেখ্য, বাংলাদেশের শতাধিক বধ্যভ‚মির উপর নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রটি ২০২১ সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের সম্মানে ভ‚ষিত হয়। ২ ঘণ্টার এই চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রের এক অসামান্য দলিল।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে অনলাইনে পরিচালক কাওসার চৌধুরী উপস্থিত দর্শকদের সাথে চলচ্চিত্রটির নির্মাণ বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।
সব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রাক্তন শিক্ষক এবং বাংলাদেশে টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের সাথে তাঁর মুক্তিযুদ্ধের সময়ের অভিজ্ঞতা নিয়ে আড্ডা দেন।