অনলাইন ডেস্ক : আইসল্যান্ডে আবারও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে চারবারের মতো অগ্ন্যুৎপাত হলো দেশটিতে। ফলে এলাকাটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির

কোস্ট গার্ড হেলিকপ্টার থেকে তোলা এবং সরকারি সম্প্রচারমাধ্যম আরইউভি-তে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, মাটিতে আগ্নেয়গিরির প্রায় ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ ফাটল দিয়ে গলিত পাথরের স্রোত বেরিয়ে আসছে এবং লাভা দ্রুতই দুপাশে ছড়িয়ে পড়ছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারিতে একই জায়গায় অগ্ন্যুৎপাত হয়েছিল। এবার যে রাজধানী রেইকজাভিকের দক্ষিণে রেকজেনেস উপদ্বীপে অগ্ন্যুৎপাত আসন্ন, সে পূর্বাভাস কতৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরেই দিয়ে আসছিল।

ফলে এই অগ্ন্যুৎপাত প্রত্যাশিতই ছিল, বলেছেন নর্ডিক আগ্নেয়গিরি বিষয়ক কেন্দ্রর প্রধান রিকি পেডারসেন। যদিও ঠিক কোন সময় লাভা উদগীরণ শরু হবে তা ধারণা করা অসম্ভব ছিল বলে জানিয়েছেন তিনি।

আইসল্যান্ডের সিভিল ডিফেন্স সার্ভিস এর তথ্যমতে, শনিবার স্থানীয় সময় ২০:০০ টার পর গ্রিন্ডাভিক শহরের উত্তরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। এলাকাটিতে এর আগের অগ্নুৎপাতের সময় চলে যাওয়া প্রায় ৪ হাজার বাসিন্দার কিছু এরই মধ্যে ফিরে এসেছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন আবার এলাকটি থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

আইসল্যান্ডের আয়তন মোটামুটি যুক্তরাষ্ট্রের কেনটাকির সমান। দেশটিতে ৩০ টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।