Home কানাডা খবর ৩ হাজারের বেশি আফগানকে আশ্রয় দিয়েছে কানাডা

৩ হাজারের বেশি আফগানকে আশ্রয় দিয়েছে কানাডা

অনলাইন ডেস্ক : আফগানিস্তান থেকে ৩ হাজার ৭০০ লোককে নিরাপদস্থানে সরিয়ে নিয়েছে কানাডা। এর মধ্যে ২৯ আগস্ট পর্যন্ত ৩ হাজার আফগান নাগরিক কানাডায় পৌঁছেছেন। গত শুক্রবার জাস্টিন ট্রুডো সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মার্ক গারনেও ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো এক সংবাদ সম্মেলনে জানান, ২৯ আগস্ট ৪টি ফ্লাইটে ৯০০ জনেরও বেশি আফগান নাগরিক নিরাপদে কানাডা পৌঁছেছেন। কানাডা এ পর্যন্ত ৩ হাজার ৭ শত জনেরও বেশি লোককে আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে এনেছে। এর মধ্যে ৩ হাজারের বেশি লোক কানাডায় পৌঁছেছে। অন্যরা কাতারের দোহাসহ বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে। তাদের শিগগিরই কানাডা আনা হবে।

প্রসঙ্গত, তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার ১২ দিন পর গত ২৬ আগস্ট থেকে কানাডার সেনা সদস্যরা কাবুল বিমানবন্দর দিয়ে লোকজনকে সরানোর কাজ শুরু করে। এসব লোকের মধ্যে কানাডিয়ান নাগরিক ছাড়াও কানাডায় অভিবাসন প্রত্যাশিরাও রয়েছেন। এছাড়া আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কানাডা ২০ হাজার আফগানকে স্থায়ী নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নারী আন্দোলনে নেতৃত্বদানকারীদের এই নাগরিকত্ব দেয়া হবে।

অটোয়া প্রশাসন জানিয়েছে, কাবুলে কানাডা দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে তাদের হিসাবে এখনো আফগানিস্তানে ৪৭০ জন কানাডিয়ান, ২৬০ জন স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারের প্রায় ৫০০ সদস্য রয়ে গেছে। আফগানিস্তানে সরকার গঠনের পর আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ফেরত আনা হবে। এই মুহূর্তে কাবুল বিমানবন্দর বন্ধ থাকায় আকাশ পথে তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version