অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শুক্রবারও বন্দুক হামলায় ছয়জনের প্রাণ গেছে। এই ঘটনায় বন্দুক আইন আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেছেন, অনেক হয়েছে। এবার এই ঘটনার লাগাম টানতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘এ বছর ৪৮ দিন পার করেছি আমরা, এর মধ্যেই ৭৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। চিন্তা আর প্রার্থনাই বড় কথা নয়। বন্দুক সহিংসতা মহামারি রূপ নিয়েছে এবং কংগ্রেসের এর বিরুদ্ধে এখই ব্যবস্থা নেওয়া উচিত।’
বন্দুক আইনে সংস্কার করার আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে প্রতিবছর ছোটো বড় নানা বন্দুক হামলায় কয়েক হাজার মানুষ মারা যায়।

সূত্র: এএফপি