Home আন্তর্জাতিক ৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এবার: সৌদির মন্ত্রী

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এবার: সৌদির মন্ত্রী

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, ২০২৫ সালের হজ মৌসুমে হাজীদের সন্তুষ্টির হার পৌছেছে ৯১ শতাংশে, যা সৌদি হজ ব্যবস্থাপনার ইতিহাসে এক নতুন মাইলফলক।

জেদ্দায় অনুষ্ঠিত ‘পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী’তে দেওয়া ভাষণে এ তথ্য জানান মন্ত্রী। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতায় ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেন।

প্রিন্স সাউদ বলেন, ‘হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের আদর্শ অনুসরণ করছে।’ তিনি আরও জানান, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায়।

মন্ত্রী আল-রাবিয়াহ বলেন, “২০২২ সালে হাজীদের সন্তুষ্টির হার ছিল ৭৪ শতাংশ, যা বেড়ে এখন ৯১ শতাংশে পৌছেছে।” তিনি জানান, আগামী হজ মৌসুমের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে—৬০ শতাংশ হাজীর প্রাথমিক চুক্তি সম্পন্ন এবং ৭০ শতাংশ আবাসিক ভবন প্রস্তুত করা হয়েছে।

এছাড়া হাজী ও ওমরাহ পালনকারীদের সুবিধায় চালু ‘নুসুক’ অ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন ফিচার ‘নুসুক এআই’।

মন্ত্রী আরও জানান, মক্কা-মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা ইতোমধ্যে ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য হজ ব্যবস্থাপনায় বৈশ্বিক সমন্বয় ও উদ্ভাবন আরও বাড়ানো।

চলতি মৌসুমের সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে যুবরাজ সৌদ বলেন, এটি সরকারি সংস্থার প্রচেষ্টা ও সহযোগিতার ফলাফল। এবারের হজ সম্মেলনের ফলাফলও সমন্বয়কে আরো শক্তিশালী করবে।

Exit mobile version