অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে যেহেতু পোশাক কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে আলাদা কোনো সাধারণ ছুটিতে বাধ্য নয়, তাই ৫ আগস্টের ছুটি আইনগতভাবে আবশ্যিক নয়। এরপরও শহিদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ জানায় বিজিএমইএ।
এদিকে ৫ আগস্ট বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করা হবে। দিনভর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে থাকবে নানা আয়োজন। বিকেলের দিকে নাগরিকদের সামনে উন্মোচন করা হবে এই ঐতিহাসিক ‘ঘোষণাপত্র’।