অনলাইন ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হওয়ায় সরাসরি ফ্লাইট যোগাযোগে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত এবং চীন। আজ সোমবার কলকাতার বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী নিয়ে রওনা হয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে অবতরণ করেছে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ নিয়ে বহুবছর ধরে বিরোধ চলছে ভারত ও চীনের মধ্যে। চীন লাদাখকে নিজেদের বলে দাবি করে, তবে ভারত বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করছে। ২০২০ সালের জুন মাসে লাদাখের গালাওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে ব্যাপক সংঘাত হয়। লাদাখ সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় লাঠি, পাথর, ছুরি ও পেরেকযুক্ত লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে চীনা ও ভারতীয় সেনারা। সেই সংঘাতে ২০ জন ভারতীয় সেনা এবং বেশ কয়েকজন চীনা সেনা নিহত হয়েছিলেন।

ওই সংঘাতের জেরে নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ স্থগিত করে ভারত, চীনা পর্যটকদের ভিসা প্রদানও বন্ধ করে দেয়।

তবে পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হতে থাকে এবং এই পথ ধরেই সীমান্ত অঞ্চলে প্রহরা সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছায় নয়াদিল্লি-বেইজিং। এই চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেছেন ভারত ও চীনের অধিকাংশ কূটনীতিক।

সেই চুক্তির পথ ধরে গত জুলাই মাসে চীনা পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করে নয়াদিল্লি। তারপর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন উপলক্ষে গত আগস্টে সাত বছরের বিরতি ভেঙে প্রথমবারের মতো চীন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয় তার।

এর আগে আগস্টের শুরুতে নয়াদিল্লি সফরে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে সফল বৈঠক করেন তিনি। বৈঠকের মূল বিষয় ছিল সীমান্ত এলাকায় উত্তেজনা হ্রাস করা।

চলতি অক্টোবরের শুরুতে এক সরকারি বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার বলছিল, চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট সংযোগ ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

অবশেষে দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর আজ সোমবার ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান সরাসরি ফ্লাইটে চীনে পৌঁছাল।

সূত্র : বিবিসি