Home বিনোদন ৭৯ বছর বয়সে ৭ম সন্তানের বাবা হলেন হলিউড অভিনেতা

৭৯ বছর বয়সে ৭ম সন্তানের বাবা হলেন হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক : ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হলেন ‘দ্য আইরিশম্যান’ খ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। আসন্ন সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারণা অনুষ্ঠানে এ সুখবর দেন অস্কারজয়ী অভিনেতা।

এনডিটিভির খবর, রবার্ট ডি নিরো এ সময় তার পিতৃত্ব নিয়ে কথা বলেন। তবে সপ্তম সন্তানের মায়ের পরিচয় বা সেই সন্তান ছেলে না মেয়ে, এ নিয়ে কিছু জানাননি তিনি।

পিতৃত্ব নিয়ে কথা বলার সময় এ অভিনেতা জানান, তিনি কখনো সন্তানদের শাসন করতে পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো এটি প্রয়োজনীয় এবং এর বিকল্প নেই।

মূলত সিনেমার প্রচারণার ইন্টারভিউয়ে তার কাছে ছয় সন্তানের কথা জানতে চাওয়া হয়। এ সময় তিনি শুধরে দিয়ে বলেন, ‘আসলে আমার সন্তান সাতটি। সম্প্রতি একটি সন্তান হয়েছে।’

এছাড়া এ অভিনেতার একজন প্রতিনিধিও নিশ্চিত করেন, রবার্ট ডি নিরো সাত সন্তানের বাবা।

অস্কারজয়ী এ অভিনেতা প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দেন। ১৯৯৫ সালে সাবেক বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্রসন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে পৃথিবীতে স্বাগত জানান তিনি।

এ অভিনেতার আরও একটি পুত্রসন্তান এলিয়ট (২৪), একটি কন্যাসন্তান হেলেন গ্রেস (১১) রয়েছে, সাবেক স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।

হলিউডের কিংবদন্তি এ অভিনেতা ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২’, ‘র‌্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন। দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

Exit mobile version