অনলাইন ডেস্ক : সৌদি আরবের খনিজ খাতে নতুন মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরবের মাইনিং কম্পানি (মাদেন)। দেশটির চারটি গুরুত্বপূর্ণ খনি এলাকে থেকে ৭.৮ মিলিয়ন আউন্স নতুন সোনা উত্তোলন করেছে। কম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
মাদেন জানায়, লক্ষ্যভিত্তিক ও উন্নত ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯ মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তীতে বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত মানসম্মত হিসাব-নিকাশ ও সমন্বয়ের পর মোট নতুন স্বর্ণসম্পদের পরিমাণ নির্ধারিত হয় ৭.৮ মিলিয়ন আউন্স।
এই নতুন সম্পদ সংযোজনের আওতায় রয়েছে মাদেনের চারটি প্রধান প্রকল্প, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পেই সবচেয়ে বেশি, যেখানে এক বছরে তিন মিলিয়ন আউন্স স্বর্ণ যুক্ত হয়েছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প থেকে এসেছে মোট ১.৬৭ মিলিয়ন আউন্স।
এদিকে ওয়াদি আল জাও প্রথমবারের মতো ৩.০৮ মিলিয়ন আউন্সের একটি নতুন স্বর্ণসম্পদ চিহ্নিত করা হয়েছে।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, ‘এই আবিষ্কার প্রমাণ করে সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে কম্পানিটির দীর্ঘমেয়াদি কৌশলের সফলতা।’ তিনি আরো বলেন, ‘এই ফলাফল নিঃসন্দেহে প্রমাণ করে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এ জন্যই আমরা সৌদি আরবের স্বর্ণসম্পদে বিনিয়োগ করে যাচ্ছি।
উইল্ট বলেন, ‘চারটি এলাকায় ড্রিলিংয়ের মাধ্যমে সাত মিলিয়নেরও বেশি আউন্স যুক্ত হওয়া আমাদের স্বর্ণ পোর্টফোলিওর শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন। এই প্রবৃদ্ধি ভবিষ্যতে কম্পানির নগদ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন স্বর্ণসম্পদ সংযোজন মাদেনের অনুসন্ধান পাইপলাইনের ব্যাপকতা ও ধারাবাহিক সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছে।’
সূত্র : গালফ নিউজ।






