অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের একটি কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবী করছে মার্কিন ওষুধ প্রস্তুকারক কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তারা বলছে, ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। এই তথ্য বেশ আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই অংগসংগঠনটি।

ডব্লিউএইচও’র বিশেষ দূত ডা. ডেভিড নাবারো বলেন, ভ্যাকসিন সবে মাত্র আবিষ্কার হয়েছে। এর উৎপাদন শুরু হবে। তারপর সাধারণ মানুষ অব্দি পৌঁছাবে। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমতে পারে। তবে আমার মতে একটি ভ্যাকসিন এই মহামারীতে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না। একাধিক ভ্যাকসিনে আরো বেশি ইতিবাচক ফলাফল পাওয়া যেত।

তিনি বলেন, এখনই ফাইজারের ভ্যাকসিন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কারণ মার্কিন খাদ্য ও ওষুধ অধিদপ্তর এই ভ্যাকসিনের কার্যকারীতা পর্যবেক্ষণ করে দেখবে। এসব পর্যবেক্ষণ শেষ হতে কয়েকমাস পর্যন্ত সময় প্রয়োজন।