বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে জিজ্ঞাবাদের জন্য শনিবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এনসিবির ড্রাগ চ্যাট জেরায় ‘২০১৭ সালের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে’-এর ‘D’ তিনি ছিলেন বলে স্বীকার করেছেন দীপিকা। তবে এনসিবিকে দীপিকা জানান, চ্যাট তার হলেও তিনি ড্রাগ সেবন করতেন না!

শনিবার সকালে মাদক মামলায় জেরার মুখোমুখি হতে এনসিবি’র দপ্তরে পৌঁছান দীপিকা। এরপর তাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্টহাউসে এনসিবির বিশেষ তদন্তকারী দল জেরা করে।

এ দিন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও সারা আলী খানও এনসিবির দপ্তরে হাজির হন।

অন্যদিকে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও শনিবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এর আগে দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে সেখানে ‘ডি’ নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। ‘পদ্মাবতী’ খ্যাত নায়িকা দীপিকা বললেন, ওই ‘ডি’ তিনিই । তবে তিনি জোর দিয়ে বলেছেন মাদক সেবন তিনি করেননি।