অনলাইন ডেস্ক : দুর্গাপূজা মানেই অন্যরকম আনন্দ। সেই আনন্দের আরও বেড়ে যায় যখন আসতে থাকে পূজার উপহার। আবার সেই উপহার যদি আসে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে।
হ্যাঁ, সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলা দম্পতির জন্য পূজার উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আর সেই উপহারে আনন্দের সীমা নেই মিথিলার।
সৃজিত-মিথিলার বিয়ের পর প্রথম পূজায় মুখ্যমন্ত্রীর এমন উপহার হাতে পেয়ে টুইট বার্তায় মিথিলা জানান, ধন্যবাদ দিদি। পূজায় এমন সুন্দর উপহার পাঠানোর জন্য।
ভারতীয় গণমাধ্যম বলছে, পূজার উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু এর মধ্যেও ভুলে যাননি প্রিয়জনদের জন্য উপহার পাঠাতে। প্রতিবারের মতো এবারো শারদীয় উপহার পাঠিয়েছেন প্রিয়জনদের। আর সে তালিকায় রয়েছেন টলিপাড়ার অনেকেই। আর এই তালিকায় নতুন সংযোজন মিথিলা। তাই মুখ্যমন্ত্রীর ভালোবাসায় আপ্লুত সৃজিতও।