অনলাইন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের কয়া গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ভাস্কর্য ভাঙচুর করেছে কতিপয় দুষ্কৃতিকারীরা। তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাই। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, এইসব ধর্মান্ধ ও মানব সভ্যতা বিরোধী অপশক্তিকে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে প্রতিরোধ করুন।

এ নিন্দা বিবৃতিতে স্বাক্ষর করেন, এনায়েত করিম বাবুল, আহমেদ হোসেন, শওগাত আলী সাগর, জগলুল আজিম রানা, বিদ্যুৎ রঞ্জন দে, শুভাষ দাস, মিনারা বেগম, ফয়েজ নুর ময়না, পারভেজ চৌধুরী, আরিফ হোসেন বনি, সোলাইমান তালুত রবিন, মনিস রফিক, দেলওয়ার এলাহী, বিদ্যুৎ সরকার, সাহিদুল আলম টুকু, আমিনুল ইসলাম খোকন, সাগর আহমেদ, শাকিল হান্নান, শিখা রউফ, অলোক চৌধুরী, গোপা চৌধুরী, দেলোয়ার হোসেন দুলাল ও দিলারা নাহার বাবু।