La canciller alemana Angela Merkel camina hacia la Cancillería acompañada de sus guardaespaldas, el miércoles 13 de mayo de 2020. (Michael Kappeler/dpa vía AP)

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করা এবং সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে ইস্টার উদ্‌যাপনকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি।

আঞ্চলিক নেতাদের সঙ্গে ম্যারাথন আলোচনার পর মঙ্গলবার সকালে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এ কথা জানান।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সাংস্কৃতিক, অবকাশ এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানো হচ্ছে। পাশাপাশি মেরকেল ও জার্মানির ১৬টি রাজ্যের প্রধান ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে। আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে।

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ইতোমধ্যে লকডাউনে ফিরতে বাধ্য হয়েছে ফ্রান্স ও পোল্যান্ড। অবশ্য পরিস্থিতির বড় ধরনের অবনতির আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জার্মানি