অনলাইন ডেস্ক : কানাডায় ভ্রমণ করতে এসে বিমানবন্দর ও হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নিয়ম না মানায় ২০০ বিদেশিকে জরিমানা করা হয়েছে। পাবলিক হেলথ অ্যাজেন্সি অব কানাডা (পিএইচএসি) গত ৩০ মার্চ ২০১৯ তারিখে ঘোষণা দেয় যে, কেউ যদি কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করে তবে তাকে ৩০০০ ডলার জরিমানা করা হবে ভ্যাঙ্কুবার প্রদেশে গত ২২ ফেব্রæয়ারি বিমান যাত্রীদের জন্য বাধ্যতামূলক ৩ দিনের কোয়ারেন্টিনের ঘোষণা দেয়া হয়। এতে বলা হয় বিমানবন্দরে আসা প্রতিটি যাত্রীর কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক, সেই সাথে ৩ দিনের আইসোলেশনও। এজন্য প্রত্যেক যাত্রীকে ২০০০ ডলার পরিশোধ করতে হবে।
কিন্তু অনেক যাত্রীই নিয়ম মানতে চায় না । তাদের অনেকের দাবি, হোটেলে কোয়ারেন্টিনে থাকার চাইতে বাসায় থাকাই নিরাপদ। কেননা হোটেলে বিভিন্ন ধরণের মানুষের চলাফেরার কারণে সংক্রমণের ভয় বেশি। ব্যাংকক থেকে ভ্যাঙ্কবারে আসা লেন দেশারনাইস বলেন, জরিমানা দিতে হলেও তিনি হোটেলে আইসোলেশনে থাকতে চান না। কেননা তিনি খেয়াল করেছেন, হোটেলে যাওয়ার বাসে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমনকি যেসব কর্মী যাত্রীদের লাগেজ বহন করছেন তারা হাতে গ্লাভস পর্যন্ত পড়ছেন না। এসব বিষয় দেখে তিনি বাসাতেই কোয়ারেন্টিনে থাকাকে নিরাপদ মনে করছেন। আবার অনেকে দীর্ঘদিন পর দেশে এসে হোটেলে না থেকে আতœীয়স্বজনের সাথে থাকতে ব্যাকুল হয়ে পড়ছেন। স¤প্রতি এধরনের ২০০ জনকে জরিমানা করেছে সরকার। সূত্র : সিবিসি নিউজ