অনলাইন ডেস্ক : মর্ডানা চলতি মাসে তাদের প্রতিশ্রুতির চেয়ে অনেক কম কোভিড-১৯ ভ্যাকসিন কানাডাকে দিয়েছে। উৎপাদন জটিলতায় এমনটা হয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ফাইজার আগামি মাসগুলোতে কানাডায় তাদের প্রতিশ্রুতির চেয়ে ৮ মিলিয়ন বেশি টিকা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফাইজারের সাথে নতুন চুক্তি অনুযায়ী তারা মে মাসে চার মিলিয়ন এবং জুন মাসে ২ মলিয়ন অতিরিক্ত ডোজ পাঠাবে। ফাইজারের এম আর এন এ ভ্যাকসিন কোভিড-১৯ প্রতিরোধে বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ফাইজার কতৃপক্ষ বলেছে, তারা মে, জুন এবং পরবর্তী মাসগুলোতে কানাডার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ করে যাবে।

মেসাচুসেটস ভিত্তক মর্ডানা চলতি মাসে কানাডায় ১.২ মিলিয়ন ডোজ টিকা দিতে সম্মত হয়েছিল, কিন্তু উৎপাদন স্বল্পতায় তারা প্রায় সাড়ে ৬ লাখ ডোজ কম সরবরাহ করবে বলে জানিয়েছে। এছাড়া বাকি টিকা চলতি মাসের শেষ নাগাদ পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এদিকে কানাডার বিভিন্ন অঞ্চলে কোভিড পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কর্মসূচী বৃদ্ধির কথা বলছেন।

মর্ডানার সাথে চুক্তি অনুযায়ী আগামী জুন নাগাদ ১২.৩ মিলিয়ন ডোজ টিকা পাওয়ার কথা ছিল। কিন্তু এখন এ থেকে প্রায় ২ মিলিয়ন কম পাওয়া যাবে। এছাড়া বাকি ১০.৩ মিলিয়ন ডোজের সম্পূর্ণ চালান পেতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত শুক্রবার জানিয়েছেন, তার সরকার ফাইজারের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী চলতি মাসে চার মিলিয়ন এবং মে মাসে ২ মিলিয়ন অতিরিক্ত ডোজ টিকা পাওয়া যাবে। এর ফলে চলতি মাসে প্রতি সপ্তাহে ২ মিলিয়ন কানাডিয়ানকে এবং আগামী মাসে ২.৫ মিলিয়ন কানাডিয়ানকে টিকার ১ম ডোজ দেয়া সম্ভব হবে।

কানাডা আমা করছে চলতি বছর ফাইজার থেকে ২৩.৮ মিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে। নতুন চুক্তির আগে এই সংখ্যা চিল ১৭.৮ মিলিয়ন। মর্ডাণার টিকা পাওয়ার অনিশ্চয়তার মুখে ফাইজার এগিয়ে আসায় প্রধানমন্ত্রী ট্রুডো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সূত্র : সিবিসি নিউজ