অনলাইন ডেস্ক : করোনা মহামারির জন্য দীর্ঘ দিন বন্ধ থাকার পর কানাডার কিছু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তীব্র গরমে এখন দেখা দিয়েছে নতুন সমস্যা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ছাত্র-শিক্ষক সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং ফ্যান ও এয়ার কন্ডিশন ব্যবহার নিষিদ্ধ থাকায় গরমে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পড়েছে বিপাকে।

কুইবেকে এখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি। আগামী দিনগুলোতে তা আরো বাড়তে পারে। ইতিমধ্যে প্রদেশের কিছু স্কুল গত ৭ও ৮ জুন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সেন্ট অগাস্টিন স্কুলের ৫ম গ্রেডের একজন শিক্ষক মেরি টারডিফ বলেন, এ বছর তীব্র গরম গরম অবশ্যই একটি সমস্যা। এই গরমে শিশুদের শ্রেণীকক্ষে ধরে রাখা খুবই কষ্টকর। করোনার জীবানু ছড়ানোর ভয়ে সরকার ফ্যান ব্যবহার নিষিদ্ধ করেছে। এতে যেসব স্কুলে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই তাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় টিচিং ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এরিক কাটার বলেন, মুখে মাস্ক পরে থাকায় ক্লাসে ছেলে-মেয়েরা গরমে ঘামতে থাকে। এতে অনেকের উত্তরপত্র ভিজে যেতে দেখা গেছে।

স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্লাসরুমে ফ্যান চালানো নিষেধ। কারণ এতে করোনার জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
এমতাবস্থায় কানাডার গরম অধ্যুষিত এলাকায় এই গ্রীষ্মে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র : রেডিও কানাডা