গত রোববার ২৭শে জুন ২০২১ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির উদ্যোগে সরকারির সব নিয়ম মেনে সোস্যাল ডিস্টেন্স মেনেই একত্রিম হয়েছেন অনেক দিন পর। এই ঘরোয়া পিকনিকে আনন্দে সুন্দর পরিবেশ চমত্কার আবোহ ছিল। মনেরমত রুটারি পার্ক এডক্সে, অ্যাজাক্স। মুন্সী-বিক্রমপুর এসোসিয়েশনের খাওয়া দাওয়া আনন্দে ভরপুর ছিল সারাটা দিন। সংগঠনের সভাপতি ফারুক খান সবাইকে দাওয়াত দিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। মাত্র কার্যকরি পরিষদই ছিলেন ১৪/১৫টি ফ্যামিলি। খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলেন জয়নাল আবদিন। পরিচালনার দায়িত্বে ছিলেন মিজানুর রহমান বাদল, সুজন দেওয়া ও তাজুল ইসলাম।
আর উপস্থিত ছিলেন ডা: মাহবুব পরিবারবর্গ, গোলাম রনি, দেলওয়ার পরিবারবর্গ, মহাবুব শ্যামল পরিবারবর্গ। মিজানুর রহমান পরিবারবর্গ, আশরাফ পরিবারবর্গ, রোকেয়া কালাম, তাহমিনা খান, জয়নাল ভাবি, তাজুল ভাবী, সুজন ভাবী এবং বিশেষ ভ‚মিকায় ছিলেন হোসনি মোবারক, তুহিন ও তার পরিবার। বিক্রমপুর দই মিস্টি, হরেক রকম সুঃসাধু খাওয়া দাওয়া, অনেক দিন পর আনন্দের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন জানান ফারুক খান এবং ঈদের পর আর একটি পিকনিক হবে বলে জানান।